ইবিএল একোয়া ক্রেডিট কার্ডটিতে
ডুয়েল কারেন্সি(ডলার এবং টাকা)
লোড করা যায় আর তাই আলিএক্সপ্রেস
থেকে শপিং করতে পারবেন । এছাড়াও দেশে-বিদেশে
সকল প্রকার অনলাইন পেমেন্টের
ক্ষেত্রেও এটি ব্যাবহার করা যায়।
কার্ডের সুবিধাসমূহ:
- · কোন ব্যাংক একাউন্ট না খুলেই কার্ডটি করা যায়
- · ডলার লোড করতে কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না
- · আলিএক্সপ্রেস থেকে কেনাকাটা, দেশে বিদেশে যে কোন ধরণের অনলাইন লেনদেন করা যায়
- · কোন চার্জ ছাড়াই ইবিল এটিএম থেকে টাকা তোলা যায়
- · বিশ্বের যে কোন দেশে ব্যবহার করা যায়
১.
ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি
২. ছবি- ২
কপি পাসপোর্ট সাইজ
৩. পাসপোর্ট (ডলার এনডোর্সমেন্টের
জন্য)
কার্ড ফি(৩ বছরের জন্য একবার):
৫০০ টাকা+ভ্যাট ৭৫ টাকা । (কার্ড করার সময় দিতে হবে।)
একোয়া প্রিপেইড মাস্টারকার্ডটি
করবেন যেভাবে:
একুয়া কার্ড করতে হলে কোন ব্যাংক একাউন্ট খুলতে হয় না। ইস্টার্ন
ব্যাংকের যে কোন শাখায় গিয়ে কার্ড করার জন্য উপরোক্ত ডকুমেন্টগুলো সহ যোগাযোগ করুন। তারা কার্ড করার জন্য কয়েকটি
ফর্ম পূরণ করতে দিবে। এই কার্ড দিয়ে আলিএক্সপ্রেস থেকে কেনাকাটা করতে হলে ইকমার্স
এনরোলমেন্ট ফর্ম(E-commerce
Enrollment Form) নামে একটি ফর্ম পূরণ করতে হবে।
আপনাকে দেয়া ফর্মগুলোর সাথে এই ফর্মটি পূরণ না করে থাকলে ওনাদের কাছ থেকে ফর্মটি
নিয়ে পূরন করে নিন। ফর্ম পূরণ করে ছবি, ভোটার
আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি এবং ৫৭৫ টাকা জমা দিলে ঐদিনই কার্ডটি দিয়ে
দিবে। কার্ডে আপনার নাম লেখা থাকবে না,
কোন সমস্যা নেই। ভোটার আইডি কার্ডে
উল্লেখিত নামটিই কার্ডের নাম হিসাবে আলিএক্সপ্রেসে ব্যবহার করবেন।
কার্ডে ডলার লোড করার আগে
পাসপোর্টটি ব্যাংক থেকে এন্ডোর্স করিয়ে নিতে হবে। ব্যাংকে পাসপোর্টটি জমা দিলে
তারা কয়েকমিনিটে এন্ডোর্স করে দিবে।
এন্ডোর্সমেন্ট লিমিট(১ বছরে
সর্বোচ্চ):
সার্ক: ৫০০০ USD
নন সার্ক: ৭০০০ USD
অর্থাৎ এই কার্ড ব্যবহার করে
এর চেয়ে বেশি একবছরে খরচ করতে পারবেন না। একবছর পরে আবার এন্ডোর্স করতে হবে। চাইলে
এর কমও এন্ডোর্স করতে পারেন। এন্ডোর্স করা মানেই এতো টাকা অবশ্যই এক বছরে খরচ করতে
হবে এমন নয়। বার বার এন্ডোর্স করার ঝামেলা এড়াতে চাইলে প্রথমেই সর্বোচ্চ(সার্ক:
৫০০০ USD, নন সার্ক: ৭০০০ USD)
পরিমান এন্ডোর্স করিয়ে রাখতে পারেন।
ডলার লোড:
পাসপোর্ট এন্ডোর্স করা হয়ে
গেলে এরপর কার্ডে ডলার অথবা টাকা লোড করতে পারবেন। ডলার অথবা টাকা লোড করার জন্য
একটি স্লিপ রয়েছে। স্লিপটির ২ টি অংশ: USD
এবং BDT, ডলার লোড করার জন্য শুধুমাত্র USD অংশটি
পূরণ করতে হবে। ফর্মের সাথে ঐ দিনের ডলার রেট অনুসারে সমপরিমাণ টাকা জমা দিন। ডলার
রেট উঠা নামা করে থাকে, কাজেই ঐদিনের ডলার রেট ব্যাংক থেকে জেনে নিন।
"মনে রাখবেন ডলার লোড করতে হলে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে হবে না।"
কার্ডটি সচল হতে ১ সপ্তাহ সময়
লাগতে পারে। কার্ড এক্টিভেট হয়ে গেলে আপনার ফর্মে দেয়া মোবাইল নাম্বারে মেসেজ
আসবে। ১ সপ্তাহ পরেও মেসেজ না পেলে ১৬২৩০ নাম্বারে কল করে কাস্টমার কেয়ারে যোগাযোগ
করুন।
কার্ড এক্টিভেট হবার আগে পাসপোর্ট এন্ডোর্স ও ডলার লোড না
করে পরেও করতে পারেন। এর জন্য কার্ড এক্টিভেট হবার পর পাসপোর্ট ও টাকা নিয়ে আবার ব্যাংকে যেতে হবে।
কার্ডে কত ডলার আছে সেটা
কিভাবে দেখা যায়?
প্রতিটি লেনদেনের পর কার্ডের সর্বশেষ ব্যালান্স আপডেট সহ মোবাইলে একটি
মেসেজ পাঠানো হয়।পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করুন।
আরো দেখুনঃ
আলিএক্সপ্রেসের কাস্টম ডিউটি নিয়ে ভয় পাবার কিছু নেই।
যে ৫ টি বিষয় দেখে অর্ডার করলে আলিএক্সপ্রেস থেকে সময়মত পণ্য হাতে পাবেন।

সরাসরি আমাকে প্রশ্ন করতে চাইলে যোগ দিন আমার ফেসবুক গ্রুপে।
গ্রুপ লিংক:
https://web.facebook.com/groups/2758104580897675/
পাসপোর্ট না থাকলে কি করবো ??
ReplyDeleteডলার লোড করার জন্য অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে ডলার লোড করতে পারবেন না।
Deleteপাসপোর্ট এ কি ভাসা থাকতে হবে?
Deleteভাসা মানে ?
Deleteআলিএক্সপ্রেস থেকে কি পণ্য কেনার পর হাতে না পেলে যে পরিমান রিফান্ড পাবো তা কি এই কার্ড এর মাধ্যমে পাবো। আমি সুনিয়াসিলাম যে - রিফান্ড পাবোনা এই কার্ড এ।
ReplyDeleteপণ্য কেনার পর হাতে না পেলে ইবিএল মাস্টারকার্ড এ রিফান্ড পেয়ে যাবেন। রিফান্ড নিয়ে কোন সমস্যা হবে না। আমি নিজেও এই কার্ড ব্যবহার করি।
Deleteসর্বনিম্ন কত টাকা লোড করতে পারব কার্ডে???
ReplyDeleteসম্ভবত ৫০ ডলার, কাস্টমার কেয়ার ১৬২৩০ নাম্বারে কল করে জেনে নিতে পারেন।
Deleteআমার পাসর্পোট আছে কিন্তুু ন্যাশানাল আইডি কার্ড নাই আমি কি কার্ড পাবো?
ReplyDeleteআশা করি পাবেন, আপনি সরাসরি ইস্টার্ন ব্যাংকের যে কোন শাখায় গিয়ে কথা বলে দেখতে পারেন।
Deleteভাইয়া আমার আইডি কার্ড আর পাসপোর্ট র মাঝে ডেট বার্থ ভিন্ন, এখন ডলার এন্ডোস করতে সমস্যা হবে কি??
ReplyDeleteআলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করার জন্য, ডলার এনরোলমেন্ট কি সার্ক, নাকি ননসার্ক করতে হবে?
ReplyDeleteভাইয়া আমার আইডি কার্ড আছে কিন্তু পাসপোর্ট নাই। এখন আমি কি পারবো করতে
ReplyDeleteপ্রতি কেজিতে কাস্টমস খরচ কত আসে
ReplyDelete