অনেকেই অভিযোগ করে থাকেন
আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট সময় মত আসে না, আসতে দেরি হয়। আবার অনেকেই মনে করেন শুধুমাত্র
সেলারের কারণে পণ্য আসতে দেরি হয়, সেলার এর জন্য দায়ী। জেনে রাখা ভাল একটি পণ্যের শিপিং টাইম শুধুমাত্র সেলারের উপর নির্ভর
করে না।
যেসব কারণে পণ্যের শিপিং টাইম বেশি লাগতে পারে:
- শিপিং মেথড (ফ্রি/পেইড)
-সেলার সময়মত পণ্যটি পাঠাচ্ছে কিনা।
ভাল সেলার ১/২ দিনের মধ্যেই অর্ডার প্রসেস করে পণ্য পাঠিয়ে দেয়। অনেক
সেলার ৭-১০ দিন সময় লাগিয়ে দেয় শুধুমাত্র অর্ডার প্রসেস করে পাঠাতে। এতে করে
পণ্যটি হাতে পেতে দেরি হয়ে যায়।
-খারাপ আবহাওয়া (এর কারণেও শিপিং টাইম বেশি লাগতে পারে)
-বাংলাদেশ কাস্টম (এটা আপনারা নিজেরাই বুঝতে
পারছেন, আমি আর ব্যাখ্যা করলাম না)
ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে পণ্য আসতে দেরি হতে পারে।
সমাধান: কম সময়ে আলিএক্সপ্রেস থেকে পণ্য হাতে পাবার উপায়
-অবশ্যই ভাল সেলার দেখে অর্ডার করা।
-ভাল শিপিং মেথড ব্যবহার করা:
কম খরচে ২টি ভাল শিপিং মেথড হল:
China Post Ordinary Small Packet Plus শিপিং
মেথডটি কখনো ব্যবহার করা উচিত নয়।
আলীএক্সপ্রেস থেকে অর্ডার করার জন্য কোন শিপিং মেথডটি আপনি ব্যবহার করেন ? আপনাদের কোন টিপস জানা থাকলে কমেন্ট করুন।