আমরা সবাই কম খরচে, কম সময়ে পণ্য হাতে পেতে চাই। কাজেই সময় ও অর্থ
সাশ্রয় করতে শিপিং মেথডগুলো সম্পর্কে ভালভাবে জেনে
নেয়া উচিত।
বেশ কিছু শিপিং মেথড
ব্যবহার করে আলিএক্সপ্রেস থেকে শপিং করা যায়।
এই শিপিং মেথডগুলোর সব
গুলো ভাল নয়। কোন মেথডটি ভাল, কোনটি ভাল নয় এবং বেস্ট শিপিং মেথড কোনটি তা এই পোস্টে জানতে পারবেন।
শিপিং মেথডগুলো প্রধানত ২
প্রকার:
২. পেইড শিপিং মেথড
ফ্রি শিপিং
বুঝতেই পারছেন ফ্রি শিপিং
মেথড ব্যবহার করে পণ্য আনতে কোন খরচ দিতে হয় না। বাংলাদেশ থেকে সাপোর্ট করে এমন
কয়েকটি ফ্রি শিপিং মেথড রয়েছে।
China Post Ordinary Small Packet Plus: এই শিপিং মেথডে পণ্য আসতে অনেক বেশি দেরি হয়। কোন
কোন ক্ষেত্রে ৬০ দিনেরও বেশি সময় লেগে যায়। কারণ এই মেথডে জাহাজের মাধ্যমে পণ্য
পাঠানো হয়। মাঝে মাঝে ৬০ দিনের বেশি অপেক্ষা করেও পণ্য পাওয়া যায় না। আমার পরামর্শ
থাকবে একান্ত বাধ্য না হলে China Post Ordinary Small Packet Plus শিপিং মেথডটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
China Post Registered Air Mail: বাংলাদেশীদের জন্য একটি ভাল শিপিং মেথড হল China
Post Registered Air Mail, এই মেথডে পণ্য পাঠানো হয় রেজিস্টার্ড
এয়ার মেইল ব্যবহার করে। তাই অনেক কম সময়ে পণ্য হাতে পাওয়া যায়। ভাগ্য ভাল হলে ৮/১০
দিনেও পণ্য চলে আসে।
AliExpress Standard Shipping: এই শিপিং মেথডটিও China Post Registered
Air Mail এর মত। তাড়াতাড়ি পণ্য পেতে এটিও ব্যবহার করতে পারেন।
পেইড শিপিং
DHL, EMS, Fedex IE:
পেইড শিপিং মেথডের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়
DHL, EMS, Fedex IE এসব শিপিং
মেথডে। সুবিধা হল মাত্র কয়েকদিনেই পণ্য হাতে পেয়ে যাবেন। এসব শিপিং মেথড সাধারণত
কেউ ব্যবহার করে না। কারণ ২ ডলারের একটি পণ্যে ৫০-১০০ ডলার বা তারও বেশি শিপিং খরচ
দিতে নিশ্চয়ই কেউ রাজি হবে না।
আলিএক্সপ্রেসের কোন শিপিং মেথডটি বাংলাদেশের জন্য ব্যবহার করা উচিত
China Post Registered Air Mail এবং
AliExpress Standard Shipping এই ২টি শিপিং মেথড
বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল। কিছু কিছু সেলার এর জন্য ১/২ ডলার শিপিং চার্জ নিতে
পারে। ভাল সেলার হলে অধিকাংশ ক্ষেত্রে কোন শিপিং চার্জ ছাড়াই China Post
Registered Air Mail ও AliExpress Standard Shipping দিয়ে পণ্য আনতে পারবেন।
কেউ কেউ China Post Ordinary Small Packet Plus দিয়ে পণ্য
অর্ডার করে না পেয়ে মনে করে আলিএক্সপ্রেস খারাপ, আলিএক্সপ্রেস
থেকে পণ্য আসে না ইত্যাদি। আমি আবারো বলছি China Post Ordinary Small
Packet Plus শিপিং মেথডটি একান্ত দরকার না হলে ব্যবহার করা থেকে
বিরত থাকা উচিত। ৬০/৭০ দিন অপেক্ষা করে প্রোডাক্ট না পেলে নিশ্চয়ই আপনার খারাপ
লাগবে।
লেখাটি যদি আপনাদের কোন উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করুন।
সরাসরি আমাকে প্রশ্ন করতে চাইলে যোগ দিন আমার ফেসবুক গ্রুপে।
গ্রুপ লিংক:
https://facebook.com/groups/2758104580897675/
লেখাটি যদি আপনাদের কোন উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করুন।
সরাসরি আমাকে প্রশ্ন করতে চাইলে যোগ দিন আমার ফেসবুক গ্রুপে।
গ্রুপ লিংক:
https://facebook.com/groups/2758104580897675/