আলিএক্সপ্রেস থেকে পণ্য কিনতে গিয়ে অনেকেই আমদানি শুল্ক বা ট্যাক্স নিয়ে চিন্তিত থাকেন।
আমি প্রায় ৪ বছরেরও অধিক সময় ধরে আলিএক্সপ্রেস থেকে কয়েক লক্ষ টাকার শপিং করেছি।
এখন পর্যন্ত আমদানি শুল্ক নিয়ে তেমন কোন সমস্যায় পরতে হয়নি।
সাধারনত লাক্সারিয়াস, ভারী ও বড় পণ্যের ক্ষেত্রে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বসানো হয় সরকারী ভাবে। ছোট পণ্য হলে, ওজন কম হলে, কম দামী পণ্যে সাধারণত কাস্টম ডিউটি বসে না। পণ্যের তারতম্য হিসেবে ডিউটি বসে এবং তা
কম বেশি হতে পারে।
প্রোডাক্টের উপর যদি কাস্টম থেকে ভ্যাট আরোপ করে তাহলে পন্যের সাথে ভ্যাটের একটি রশিদ দেয়া হবে। পোস্ট অফিসের মাধ্যমে পণ্য আসবে এরপর পণ্য ডেলিভারির সময় পোষ্টম্যান শুল্ক রশিদ দেখিয়ে আমদানি শুল্কের পরিমান টাকা নিয়ে যাবে আপনার কাছ থেকে। এর জন্য আপনাকে কাস্টম অফিসে যেতে হবে না।
"কাস্টম অফিসে যেতে হবেনা"
আমদানি শুল্ক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। নিয়মিত পণ্য কেনাকাটা করলে আপনি নিজেই বুঝে যাবেন কোন পণ্যে আমদানি শুল্ক লাগতে পারে আর কোন পণ্যে লাগবে না।
লেখাটি যদি আপনাদের কোন উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করুন।
আরো পড়ুন:
বাংলাদেশ থেকে আলিএক্সপ্রেসে পেমেন্ট করার ৪ টি উপায়
আলিএক্সপ্রেসের যে শিপিং মেথডটি সবচেয়ে ভাল

সরাসরি আমাকে প্রশ্ন করতে চাইলে যোগ দিন আমার ফেসবুক গ্রুপে।
গ্রুপ লিংক:
https://facebook.com/groups/2758104580897675/
১১০ ডলারের মিনি প্রজেক্টর কিনলে শুল্ক লত দিতে হবে?
ReplyDeleteকত শুল্ক দিতে হবে পণ্য হাতে পাবার আগে সুনির্দিষ্টভাবে সেটি বলা সম্ভব নয়। আনুমানিক পণ্যের দামের ১০%-২০% শুল্ক দিতে হতে পারে। আবার শুল্ক নাও লাগতে পারে।
Delete৫ টা হেডফোন ৪ ডলার করে কিনলে কি পরিমাণ টাক্স দিতে হবে?
ReplyDeleteআমি আমার ছেলের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছি কয়েক দিন আগে। আমি ভুল বসত confirm receive order eএ প্রেস করে ফেলেছি। এখন দেখাচ্ছে সাকসেসফুলি ডেলিভারি। এই পন্য টি কি আমি পাবো নাকি পাবো না।
ReplyDeleteএখন আমার করনিয় কি।
অপেক্ষা করুন, আলিএক্সপ্রেস সাপোর্টে কথা বলে দেখতে পারেন। ভবিষ্যতে পণ্য হাতে না পেয়ে কন্ফার্ম দেবেন না।
Deleteআমিও একই সমস্যায় পড়েছি। কি করতে পারি এখন?
Deleteআমার ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন। বিস্তারিত উত্তর দিব।
Deleteগ্রুপ লিংক:
https://web.facebook.com/groups/2758104580897675/
আমি আলিএক্সপ্রেস থেকে পন্য অর্ডার করি এপ্রিলে, এখনও কোন পন্য পাইনি,আলিএক্সপ্রেস থেকে বলা হয়েছে লোকাল পোস্ট অফিসে কথা বলতে।আগের বার অর্ডার বাসায় এসে দিয়ে যায় পোস্ট অফিস থেকে।এবার এর পন্য এখনও পাইনি।পোস্ট অফিসের তারা কিছু বলেনা।আমার সব পন্য সব ফ্রি ডেলিভারিতে। সব ৪ ডলারের মধ্যে।ওজনও সম ৫০০ গ্রামের নিচে।এখন আমি কি করতে পারি।দয়া করে বলবেন
Deleteআমি মোবাইল আনাতে চাচ্ছি ২টা। ।
ReplyDeleteএখন কাটে এড করে রেখেছি,
বুঝতেসি না খুবই কনফিউজড ,
কাস্টম চারজ নিবে কিনা।
কেউ বলতে পারবেন?
মোবাইল আনলে সাধারণত কাস্টম ডিউটি দিতে হয়।
Deleteআমি AliExpress থেকে অর্ডার করে শিপিং অ্যাড্রেসে পান্থপথে পারসোনাল আড্রেস দিয়েছি। পরে জানলাম প্রোডাক্ট আসবে পোস্ট অফিসের মাধ্যমে। এখন কী করণীয় বা কোন পোস্ট অফিস দিয়ে আসবে কিভাবে বুঝব? পোস্ট অফিসে সরাসরি গিয়ে কি আমি আমার জিনিস নিতে পারব? TIA
ReplyDeleteযে পোস্ট অফিসের পোস্ট কোড দিয়েছেন সে পোস্ট অফিসে আসবে। পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন।
Deleteali express থেকে কি কসমেটিকক্স এর পন্য বাংলাদেশে আসে?
ReplyDeleteজী, কসমেটিক্স আনা যাবে।
Deleteআলি বাবা থেকে ৩০০ ডলার মুল্যের স্কুটার কিনলে শুল্কসহ কত ডলার খরচ হবে জানাবেন।
ReplyDelete130 dollar er 2ta mobile er upor ki poriman vat asbe bangladesh e vai ???
ReplyDelete৬০০ ডলারের পেনড্রাইভ আনলে কত টাকা শুল্ক দিতে হবে? এবং এর জন্য কি কাউকে ধরতে হবে পন্য ছাড়ানোর জন্য?
ReplyDeleteHlw...ami jante chai.. Bangladeshe kothay ali express er jinish gula ase first e order korar por? Jodi nije theke order dei rki
ReplyDeleteali baba theke pesticide import korle custom charge kemon?
ReplyDelete