03 August, 2019

জেনে নিন কিভাবে নির্ভুলভাবে শিপিং এড্রেস লিখবেন আলিএক্সপ্রেসে

সবকিছু ঠিকঠাক দিলেন, শুধুমাত্র শিপিং এড্রেস ভুল দেয়ার কারণে হয়তো পছন্দের পণ্যটি হাতে পেলেন না। তখন নিশ্চয়ই খারাপ লাগবে। আলিএক্সপ্রেসে শিপিং এড্রেস সঠিকভাবে দেয়াটা তাই জরুরী। যে এড্রেস বা ঠিকানায় পণ্য আসবে তাকে শিপিং এড্রেস বলে। কোন ভুল না করে কিভাবে শিপিং এড্রেস ব্যবহার করবেন তা আলোচনা করব এই পোস্টে। 

how to write shipping address in AliExpress bangla
উপরের ছবিটি খেয়াল করুন, শিপিং ইনফরমেশন ফর্মটি কয়েকটি অংশে বিভক্ত দেখতে পাচ্ছেন। 

Name (নাম):
প্রথমেই নাম
নাম লেখার ক্ষেত্রে পুরো নাম না লিখে, পরিবারে আসে পাশে সবার কাছে যে নামে পরিচিত সে নাম অর্থাৎ ডাকনাম লেখাই উত্তম। এর ফলে পোস্টম্যান পণ্য ডেলিভারি দিতে আসলে সহজে আপনাকে খুঁজে পাবে। 

Mobile (মোবাইল নাম্বার):
এই অংশে ০ (শূন্য) এর পর থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। এমন একটি মোবাইল নাম্বার দিবেন যেটি সবসময় সচল থাকে। 
যেমন:
১৬৭০৪৪৪১৩৬

এড্রেস: 
- স্ট্রিট: 
   বাড়ি নাম্বার, রোড নাম্বার এখানে ভালভাবে দিবেন যেন ভুল না হয়। 
- এপার্টমেন্ট, ইউনিট: 
 - গ্রামের নাম, ইউনিয়ন, পোস্ট অফিস।
 - শহরে থাকলে যে এলাকায় থাকেন সেই এলাকার নাম, ঠিকানা ইত্যাদি এখানে লিখবেন। 
 যেমন: Housing society, Housing state, East colony ইত্যাদি 

কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। 

স্টেট, প্রভিন্স, রিজিওন:
- গ্রামে বা মফস্বলে থাকলে থানা, উপজেলার নাম লিখবেন এখানে। 
- শহরে থাকলে এলাকার নাম লিখবেন 
  যেমন:
  Gulshan, Uttora, Mirpur এরকম 

সিটি:
- গ্রামে বা মফস্বলে থাকলে জেলার নাম লিখবেন এখানে। 
- শহরে থাকলে যে শহরে থাকেন তার নাম লিখবেন।
  যেমন: Dhaka, Sylhet ইত্যাদি 

জিপকোড:
জিপকোড মানে পোস্ট কোড। নিজ এলাকার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন। পোস্ট কোড না জানা থাকলে কারো কাছ থেকে জেনে নিতে পারেন। 

অথবা নিচের লিংকে গেলেও বাংলাদেশের সব এলাকার পোস্ট কোড পাবেন। 

বিঃদ্রঃ মনে রাখবেন, সব তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।