আলিআলাপ ওয়েবসাইটের একজন পাঠক জানতে
চেয়েছেন:
ইসলামী ব্যাংক ATM কার্ড দিয়ে আলিএক্সপ্রেস থেকে
পন্য ক্রয় করা যাবে কিনা।
আলিএক্সপ্রেস থেকে কেনাকাটা করতে হলে বিশেষ একধরণের ডুয়াল কারেন্সী
কার্ড প্রয়োজন হবে। যে কার্ডে ডলার লোড করে অনলাইন শপিং করা যায়। ইবিল একোয়া কার্ড
এধরণের একটি কার্ড।
আমার জানামতে ইসলামী ব্যাংকেরও এধরণের কার্ড সার্ভিস রয়েছে। আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় যোগাযোগ করলে এ বিষয়ে
বিস্তারিত তথ্য জানতে পারবেন।
No comments:
Post a Comment